আধিপত্য বিস্তারের বলি না হয়ে সরফভাটা ইউনিয়নে মানুষের কল্যাণে এলাকাবাসীর সাথে আমরা কাজ করতে চাই; -রাশেদুল আলম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী,  সরফভাটা  ইউনিয়ন, ৯ নং ওয়ার্ডের  উদ্যোগে ইউনিয়নের একটি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,।

শুক্রবার ২৮ মার্চ বিকাল ৪ টা থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সরফভাটা ইউনিয়ন জামায়াত সেক্রাটারি কাজী ইকরামুল ইসলাম এর সঞ্চালনায় জাফরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জনাব হাফেজ মাওলানা নুরুল্লাহ।

তিনি বলেন, এই দেশকে নিয়ে স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে ফ্যাসিস্ট ও ভারত। যার কারণে তারা আমাদের দেশ নিয়ে তাদের মিডিয়াতে নানা রকম গুজব ছড়াচ্ছে এবং প্রচার ও প্রকাশ করছে। বিরোধীতা করার আগে আয়নায় নিজের চেহারা দেখার এবং পূর্বের ইতিহাস জানারও পরামর্শ দেন

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। চট্রগ্রাম উত্তর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব রাশেদুল আলম।

তিনি বলেন, আল্লাহ তাআলা চাইলে তার বান্দাদের জন্য রিজেকের ব্যবস্থা করেন। কাজেই আমাদেরকে আল্লাহর ওপরই ভরসা করতে হবে। রোজার শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এই শেষ ১০ দিন হচ্ছে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার দিন। আমাদের সবাইকে এ সুযোগ কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড জামায়াত সভাপতি মুহাম্মদ শামসুল আলম মাষ্টার আকতার হোসেন সভাপতি সরফভাটা ইউনিয়ন সরফভাটা ইউনিয়ন, আদর্শ শিক্ষক ফেডারেশন এর সভাপতি মাষ্টার মুহাম্মদ আব্দুল আজিজ, সেক্রেটারি জনাব মাষ্টার নাছির,ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক (আবাসিক) সভাপতি ও কর্নিয়া কোচিং সেন্টার এর সম্মানিত পরিচালক জনাব ডা:নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সহ-সাধারণ সম্পাদক ও  শ্রমিক কল্যান ইউনিয়ন সহ-সভাপতি জনাব জামাল উদ্দিন, সাবেক ইউনিয়ন শিবির সভাপতি মুহাম্মদ ফজলুল হক আজাদ,সাবেক ইউনিয়ন শিবির সভাপতি ও ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আরাফাত,সাবেক আইডিয়াল স্কুল ছাত্রশিবির সভাপতি, ইউনিয়ব জামায়াত-যুব-বিভাগ সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন পারভেজ,ও ৯নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শামসুল আলম, শ্রমিক নেতা তানভীর,যুবনেতা আব্দুর রহিম,সাবেক ছাত্রনেতা মোরশেদ, রমজান,ইউনিয়ন শিবির নেতা সাইফুল্লাহ্ শ্রমিক নেতা আবু তাহের প্রমুখ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email