চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আমির হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ সলিমুল্লাহ্, সাবেক সিনিয়র শিক্ষক হামিদুল হক, সাবেক সিনিয়র শিক্ষক এ.এইচ.এম আহসানউল্লাহ নিজামী, সিনিয়র শিক্ষক দীপক কুমার সাহা, সহকারী শিক্ষিকা সৈয়দা কানিজ পারভীন কেলি, ইকবাল হোসেন, রিয়েল বড়ুয়া এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের আলোচনা সভায় শিক্ষকরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এধরণের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার উপদেশ প্রদান করেন। এসময় মোনাজাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা ওবায়দুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের কল্যাণে দোয়া করা হয়।
বিদ্যালয়ের ২০১৩ থেকে ২০১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়। বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে শিক্ষার্থীরা স্মৃতিরোমন্থন করেন। শিক্ষার্থীরা জানান, এই ধরনের সম্মিলিত ইফতার আয়োজন বিগত সময়ে কখনো হয়নি। প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে বলেও মনে করেন তারা।