নিজ মালিকানাধীন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন ড. মাহফুজুর রহমান।
২০১৬ সালে পবিত্র ঈদুল আজহার পর থেকে প্রত্যেক ঈদেই নিয়মিত গাইছেন তিনি। তবে এবার হচ্ছে ছন্দপতন। মাহফুজুর রহমানের ভক্তদের জন্য থাকছে দুঃসংবাদ। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না তিনি।
মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
জানা গেছে, এবারের ঈদে গান শোনাচ্ছেন না ড. মাহফুজুর রহমান। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।
শেষ ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।
সংবাদটির পাঠক সংখ্যা : 43