পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) লামা পৌরসভার তংথমাং রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

 পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা শাখার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন,সাংবাদিক মোঃ ইউছুপ মজুমদার এম এ, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক (তামিম)।

আলোচকরা পার্বত্য চট্টগ্রামে চলমান প্রেক্ষাপটে ছাত্রদের দায়িত্বেশীল ভূমিকার কথা তুলে ধরেন। স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে স্বাধিকার আন্দোলনের নামে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা নৈরাজ্যকর পরিস্থিতি করে রেখেছেন। এদেশের কিছু বুদ্ধিজীবী, দেশী বিদেশি একটি চক্রের হয়ে ২৬ শে মার্চে মহান মুক্তিযুদ্ধের চেতণা পরিপন্থি দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। সাম্প্রতিককালে বিশেষ করে ২৪’র ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর পাহাড়ে নতুন করে সহিংসতা করতে চাইছে তারা।

বক্তারা বলেন, আমাদের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তারা স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্যএলাকায় অসাংবিধানিক কিছু হতে দিবেনা। অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র পরিষদের নেতা কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, লামা মডেল মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম সাদেকী খলিলুল্লাহ।

বা/লামা/ইউসুপ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email