চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন করেছেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদরের ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে ফিতা কেটে তিনি কার্যালয়টির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাসুদুর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এই নতুন কার্যালয় করার উদ্যোগ তথ্যের অবাধ স্বাধীনতা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখবে। তিনি সাংবাদিকদের বিবেকের পক্ষে থেকে সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের নিরলস প্রচেষ্টায় সমাজের নানা অসঙ্গতি উঠে আসে। এই কার্যালয় আমাদের প্রাত্যহিক কাজকে আরও সুসংগঠিত করবে। আরও প্রাণিত করবে।
ক্লাবের জৈষ্ঠ্য সহসভাপতি এস এম আক্কাছ বলেন, ‘সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনই নয় বরং জনগণের পক্ষে সত্য তুলে ধরার দায়িত্বও। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতা তৈরী করে। এই কার্যালয় সে কাজ তরান্বিত করতে সহযোগিতা করবে।
ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। তাদের বস্তুনিষ্ঠ লেখায় অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শহীদুল আলম, ইকবাল হোসেন মঞ্জু, মো. সালাউদ্দিন জিকু, মো. সেলিম উদ্দিন, মো. রফিক তালুকদার, মো. জীপন উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, মো. ইউসুফ আরাফাত, সীরাত মঞ্জুর, মো. এনামুল হক, কামরুল ইসলাম সবুজ ও নুরুল আবছার নূরীসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। তিনি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের খোঁজ-খবর নেন এবং ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।