পবিত্র মাহে রমজানের উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ (বুধবার) বিকেলে লংগদু উপজেলার সর্ববৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে উপজেলা সদরের কাপ্তাই হ্রদের তীরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর সভাপতি মোঃ হারুন রশীদ এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি,ইমাম, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে ছায়ানীড় লংগদু এর সভাপতি মোঃ হারুন রশীদ বলেন, লংগদু উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে সহায়তার লক্ষ্যে এই এলাকার নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত হয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু ” ইতিমধ্যেই সংগঠনটি অত্র এলাকায় বেশ কয়েকটি কাজে সুনাম অর্জন করেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে আরও বেশি সেবামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করা সম্ভব হবে।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয়।