বান্দরবানে অ’গ্নিকা’ন্ডে সড়ক ও জ’নপ’থ কলোনীর ৬ বসতবাড়ি পু’ড়ে ছা’ই

বান্দরবানে অগ্নিকাণ্ডে ছয়টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। (সোমবার, ২৪ মার্চ) আনুমানিক রাত ৯ টায় শহরের সড়ক ও জনপথ কলোনীর স্টাফ কোয়াটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রাত ৯ টার দিকে হঠাৎ করে কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি তবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।

বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ছয়টি বসতঘর পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email