আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- এসপি শহীদুল্লাহ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে এক আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল ৯ টায় উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র’র হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক এর সভাপতিত্বে ও বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র’র পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্প্রতি বাইশারীতে হত্যার ঘটনায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ইনশাল্লাহ আমরা সফল হব। সমাজের যে কোন অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ সুপার। এসময়, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এ কর্মকর্তা। নারী ও শিশুদের সুরক্ষায় জেলার সদর থানায় সেবামূলক ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার ।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল করিম, সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল লামা নুরুল আনোয়ার, ডিবি (ওসি) কামরুজ্জামান, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম (কোম্পানি), নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আবদুল হামিদ, সাংবাদিক আব্দুর রশিদ, বাইশারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল করিম বান্ডু, সদস্য সচিব মোঃ আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ছলিম উল্লাহ, সেক্রেটারি জেনারেল হাফেজ মৌঃ আহসান হাবীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email