লালমনিরহাটে সি’এ’ন’জি-অ’টোরি’ক’শা সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৫ 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব আলী (৫০)। তিনি স্থানীয় চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় কাকিনা থেকে রংপুরগামী একটি সিএনজি রুদ্রেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার প্রভাবে সিএনজিতে থাকা আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাকি যাত্রীদের মধ্যে ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনার পর সিএনজির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রংপুর-কাকিনা সড়কটি সংকীর্ণ হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটে। তারা সড়কটি দ্রুত সংস্কার ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান। এ ঘটনায় পরিবার-সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব আলীর আত্মীয়রা তার মরদেহ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email