শতাধিক পরিবারের মাঝে বি’নামূ’ল্যে ঔ’ষ’ধ বিতরণ, আ’র্থি’ক স’হা’য়তা ও ফ্রী মে’ডিকে’ল ক্যা’ম্প লংগদু জো’নের “

পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন লংগদু জোন।

শনিবার ( ২২ মার্চ) সকাল ১০টায় উপজেলার
২নং কালাপাকুজ্জ্যা ইউনিয়নেন সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্র শাতাধিক পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

এসময় অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব ও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ মেডিক্যাল অফিসার উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email