মা বাবা শপিংয়ে, ঘুরানোর কথা বলে ৬ষ্ঠ শ্রে’নীর ছা’ত্রীকে ধ’র্ষ’নের অ’ভিযো’গ

মনোহরদীতে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর পাড়ের কলাবাগানে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারী পরীক্ষা সস্পন্ন করেছে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে মনোহরদী থানায় এ ঘটনায় মামলা করেন বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র আজিজুর রহমান আজিকে (৩৫) মামলার আসামী করা হয়।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে আসে। এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে।পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির পিতামাতা বাড়িতে ছিলেন না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে শিশুটিকে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে শিশুটির মুখে কাপড় গুজে দিয়ে ধর্ষণ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির রিকশাচালক পিতা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মনোহরদী থানায় খবর দেয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজিজুরকে আসামী করে মামলা করেন। শনিবার (২২ মার্চ) সকালে নরসিংদী সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জাব্বার জানান, মামলার আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুততম সময়ের মধ্যেই আসামীকে গ্রেপ্তার করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email