ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ২২ মার্চ (শনিবার) বিকেলে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতূত্বে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
মিছিলটি মীরপুর- ১ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিসকো সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, জাতিসংঘের সনদকে উপেক্ষা করে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারিত্ব, নিরীহ নারী, শিশু ও বেসামরিক জনগণের ওপর অবর্ণনীয় জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও তাদের স্বাধীনতা হরণ সমগ্র মানব সভ্যতার জন্য লজ্জাজনক। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধবিরতি কার্যকরে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই মুহূর্তে মুসলিম উম্মার একতাই রুখে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র। তিনি মুসলিম দেশ গুলোকে নিয়ে আলাদা জাতিসংঘ ও সামরিক জোট গড়ে তোলার দাবী জানান।
বিএসপি’র ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান খলিফা মনির হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম অভি, যুগ্ম মহাসচিব মোঃ সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল বারী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন , প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমূখ।