চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় বিভিন্ন গণমাধ্যম সর্বস্তরে মিডিয়া কর্মরত ব্যক্তিদের নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী উপহার ও মত বিনিময় এবং ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২০ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর চৌমুহনী বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময়ন সভা আয়োজন করেন।উক্ত মাহফিলের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম (৭) রাঙ্গুনিয়া আসনে পদপ্রার্থী, কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা ও আইইউসি ট্রাস্টি সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলার এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমিরে জামায়াত রাঙ্গুনিয়া মাওলানা হাসান মুরাদ।এতে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন সাংবাদিক এয়াকুব আলী মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম,নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক ইলিয়াছ তালুকদার,মীর খান মামুন রাহাত মামুন, শান্তি রঞ্জন চাকমা,এম মতিন রহমান আজিজুল ইসলাম,আব্বাস হোসাইন আফতাব,জগলুল হুদা, মুহাম্মদ ইদ্রিস,ইসমাইল হোসেন নয়ন,মুজিবুল্লাহ আহাদ,মুহাম্মদ নেজাম উদ্দিন সহ রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন,বিগত সরকার লুটপাটে ব্যস্ত থাকলেও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের জন্য একটি জায়গা পর্যন্ত বরাদ্দ দেননি।তিনি আরো বলেন,জামায়াত সংখ্যালঘু- সংখ্যাগুরুতে বিশ্বাস করে না,দেশের নাগরিক হিসেবে সকলই সমান।বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ গঠনের সুযোগ পেলে শুধু জামায়াতের ইসলামী প্রতিনিধিত্ব করবে না,দেশের সকল নাগরিকের প্রতিনিধিত্ব করবে,সকলকে সমান সুবিধা প্রদান করবে।
এসময় তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্রের চাহিদা পূরণের আশ্বাস প্রদান করেন। উপজেলা নায়েবে আমীর উপস্থাপনায় কারো পক্ষে-বিপক্ষে নয়,ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানান।এবং দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়া জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।