পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কা’রখা’নায় ভ্রা’ম্যমা’ন আ’দা’লতের জ’রিমা’না

জয়পুরহাটের পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় উপজেলা প্রশাসন এবং নওগাঁ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(১৯ মার্চ) বুধবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় সিএম সনদ না থাকা লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা গনেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ১০ হাজার, মালঞ্চা গ্রামের শাহাদাত হোসেনের লাচ্ছার কারখানায়, দুই হাজার ও রাখী সুইটমিটকে সিএম সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের অপরাধে দুই হাজার টাকা সহ ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওয়াত হোসেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই, নওগাঁ আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email