ইউএনএইচসিআর এর ডা’টা ব্যাচের ত’থ্য নি’র্বাচ’ন ক’মিশ’ন কে দিতে স’ম্ম’ত

রোহিঙ্গাদের বাংলাদেশে ভোটার হওয়া প্রতিরোধে রোহিঙ্গাদের ডাটা নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করতে একমত হয়েছেন ইউএনএইচসিআর বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর-এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

ইউএনএইচসিআর এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি উল্লেখ করে এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।

এসময় তিনি জানান, ইউএনএইচসিআর এর কাছে থাকা রোহিঙ্গাদের ডাটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তালিকা ভুক্ত রোহিঙ্গাদের ডেটা ব্যাবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এ এস এম হুমায়ুন কবীর জানান, ২০১৮ সাল থেকে চেষ্টা রোহিঙ্গাদের ডাটা ইউএনএইচসিআর-এর কাছ থেকে পাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর-এর চুক্তি হয়েছে। এই ডাটা ইলেকশন কমিশনে থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে আর কোন নতুন রোহিঙ্গা ভোটার হওয়ার আর সুযোগ থাকবে না। এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে স্থানীয়দের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email