মিরসরাইয়ে বড়তাকিয়া মিনি কা’ভা’র ভ্যা’নের চা’পা’য় নি’হ’ত ১ আ’হ’ত ২

মীরসরাই উপজেলায় বড়তাকিয়া মাজার গেইট এলাকায় মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্টো:- ১২- ৪৭৩২) চাপায় রাম্তার পাশে দাড়িয়ে থাকা মীরা রানী ভৌমিক (৫৩ ) নামে এক স্কুল শিক্ষিকা নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

আহত ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ(১৮), অরুপ নাত নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, অপর জন স্বপন নাথ (৭০) রাজমিস্ত্রী। স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মীরা রানীর মৃত্যুর খবর নিশ্চিত করেন রেডিয়েন্স হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার কে এম সাইফুল্লাহ রেজা।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীরা রানী ভৌমিক খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। শিক্ষিকার এক ছেলে এক মেয়ে।
স্থানীয় দোকানী সজিব হোসেন বলেন গাড়িতে উঠার জন্য এখানে তারা দাঁড়িয়েছিল। এসময় মিনি ক্যাভারভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

ঘটনাস্থলে এসে জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান গাড়িতে উঠার জন্য যাত্রী চাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপাদিলে এই সময় দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়। এক ঘটনার গাড়ির ড্রাইভার আটক করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email