বাউফলে নি’রাপ’ত্তা ও পু’লি’শ ফাঁ’ড়ি পূনঃ’স্থা’প’নের দাবিতে মা’নবব’ন্ধ’ন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবাসায়ী সমিতি ও এলাকার বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা, ব্যবসায়ী ফিরোজ, ছিদ্দিকুর রহমান ও দুলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বাজারের এনায়েত তালুকদার নামের এক ব্যবসায়ীর মোবাইল শপের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির অধিক মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। যা সিসি ক্যামারায় ডাকাতদের ছবি দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

যখন পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি ডাকাতি হয়নি। এখন পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগণের নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, উপজেলার কালিশুরী এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় ১৯৯৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। সেই থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত পুলিশ ফাঁড়িটি ছিল। অজানা কারণে ৫ আগষ্টের পরে ফাঁড়িটি প্রত্যাহার করে নেয় পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email