চট্টগ্রামে সেমাই তৈরির কারখানায় জাতীয় ভো’ক্তা অ’ধিকা’র সং’র’ক্ষ’ণ অ’ধিদ’প্ত’রের অ’ভি’যা’ন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ কারখানার চারিপাশে । সেখানেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। সংরক্ষণ করে রাখা হয়েছে খোলা অবস্থায়। সেমাই তৈরির উপকরণে পাওয়া গেছে তেলাপোকা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রো শাখা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই মোস্তফা সেমাই কারখানায় অভিযানে এমন দৃশ্য দে‌খেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই এলাকায় অভিযান করে বিভিন্ন অপরাধে রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি কেও জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক বলেন, মোস্তফা কারখানায় গিয়ে দেখি অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই উৎপাদন করছে। সেমাই তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া যায়। নামিদামি এ প্রতিষ্ঠান হলেও পণ্য উৎপাদনে বেশ অবহেলা করছে। এ অপরাধে তাদের ১ লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email