লংগদুতে ব’জ্র’পা’তে প্রা’ণ গেল এক যু’ব’কে’র “

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৭ মার্চ (সোমবার) দুপুরে উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নে নিজ কৃষি জমিতে কাজের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। সে উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার মোঃ বাবুল হোসেনের পুত্র ।

পারিবারিক তথ্যমতে, জাবেদ আলী সকালে পরিবারের অন্যান্যদের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দিকে হাল্কা ঘুরাঘুরি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে, তখনি জাবেদের শরীরে বজ্রপাত হয়। তৎক্ষনাৎ তার শরীর ঝলসে যায়। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক মোস্তফা মনির বলেন, ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email