চকরিয়া প্রে’স ক্লা’বের ইফতার ও দোয়া মা’হফি’ল অনুষ্ঠিত 

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সুগন্ধা হল রুম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক এম মনছুর আলম (রানা) সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হক, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইম।

আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের চকরিয়া উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা (এস আই) খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মুহাম্মদ মানিক, চিরিংগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকরিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুসহ প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে।

তিনি আরও বলেন, প্রেসক্লাবের এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা শেষে দেশ এবং জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email