লালমনিরহাটে ৮ বছরের শি’শু ধ’র্ষ’ণ, গ্রে’প্তা’র ১

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাশিনাথ ঝাড় গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায়, মেহের আলী (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ (১৬ মার্চ) রবিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় রাজ্জাক মেম্বারের বাসভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। । সকাল ৭:৫০ মিনিটে ঘটলেও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক প্রায় আধঘণ্টা আগে থেকেই শিশুটিকে লক্ষ্য করে ঘুরছিল।

ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে মেহের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পিতার নাম মৃত বছির উদ্দিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেহের আলী পূর্বে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে। শিশুটির পরিবার দ্রুত স্থানীয় প্রশাসন ও পুলিশকে ঘটনার কথা জানালে তদন্ত শুরু হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, “অভিযুক্তকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। শিশুটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে, প্রমাণ সংগ্রহে তদন্ত ত্বরান্বিত করা হয়েছে।”

ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করেছেন।

গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছি।”

মানবাধিকার সংগঠনগুলো শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে। শিশুটি বর্তমানে পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে তার মানসিক স্বাস্থ্য সহায়তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email