নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভেন্ডারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা তার দূর্নীতির পাহাড় গড়াতেই পালাতে বাধ্য হয়েছে। আগামী ৫০ বছরেও দেশে ফিরতে পারবে না।আর বিএনপি কৃষক বান্ধব দল। কৃষি বিপ্লব ঘটিয়ে দেশের উন্নয়নে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে আগামীতে বিএনপি ইনশাআল্লাহ।
সংবাদটির পাঠক সংখ্যা : 52