পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার দুইটি ইউনিয়ন ও পৌরসভার আওতাধীন গরিব, অসহায় ও দুস্থ ৭ হাজার ৩৮৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকালে রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরআগে শনিবার উপজেলার দুই ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৪ হাজার ৩০৪ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে।
এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 113