পরিচালক ও শেয়ারহোল্ডাদের নিয়ে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে ইফতার অনুষ্ঠিত

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় গণমানুষের একটায় স্বাস্থ্যসেবায় স্বনামধন্য আস্থার প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়োগনিস্টক সেন্টার সম্মানিত পরিচালক ও শেয়ারহোল্ডাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

জুমাবার ১৪ই মার্চ হসপিটালে নতুন নিজস্ব ভবনে এই ইফতার মাহফিলে আয়োজন হয়।হসপিটালের ফিন্যান্স ডিরেক্টর মাওলানা মোহাম্মদ শওকত হোসাইন এর সঞ্চালনায় ও মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুছ  এর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে বিকাল সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হসপিটালটির চেয়ারম্যান, বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের প্রধান উপদেষ্টা আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান।

বিশিষে অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওয়ালা হাসান মুরাদ ‘রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম,মাওলানা ইসমাইল হোসাইন,অধ্যাপক জসিম উদ্দিন ইঞ্জিনিয়ার ইয়াহহিয়া মাহমুদ রিজভী হসপিটালের মেডিক্যাল অফিসার ডাক্তার এস কে এম মোকাম্মেল সিয়াম সহ বিভিন্ন শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ।

এই সময় বক্তরা বলেন মাহে রামাদান মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য বিশেষ নিয়ামত,তাকওয়ার পরিশুদ্ধ মাস,রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে।তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email