বাউফলে তরমুজসহ ট্র’লা’র ডা’কা’তি ডা’কা’তসহ আ’হ’ত ৯

পটুয়াখালীর বাউফলে তরমুজসহ একটি ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) ভোর রাতে উপজেলার ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

৭/৮জনের একটি ডাকাত দল দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলী নদী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলারকে ধাওয়া করলে
কপর্যায়ে ডাকাত দল তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজ বোঝাই ট্রলারটির নিয়ে নেয়।

ডাকাত দল ওই ট্রলারে থাকা ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহতরা ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

ওই ডাকাত দলের একজনকে আটক করে স্থানীয়রা। তাকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পরায় তার নাম ঠিকানা জানা যায়নি।
পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ডাকাতদের হামলায় আহতরা হলেন সেলিম, সহিদুল, বারেক, ফিরোজ, ফরহাত হোসেন, হাবু, ফয়সাল ও মেহেদি।

এদের মধ্যে গুরুতর আহত , সেলিম, মেহেদি হাসান ও সহিদুলকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ভোর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১জন সদস্যকে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তরমুজ সহ ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষে ছাড়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email