উখিয়ার লা’খো রো’হি’ঙ্গা’র ইফতার অনুষ্ঠানে এসে একজনের মৃ’ত্যু।

জাতিসংঘের মহাসচিবের ইফতার ও সমাবেশে এসে একজনের পদদলিত হয়ে মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তির নাম নেয়ামত উল্লাহ (৬৫)সে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

শুক্রবার বিকাল ৩ টার দিকে অনুষ্ঠানস্থল ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন বলেন, বলেন “১২-৩ টার সময়ে অতিরিক্ত গরম পড়াতেই বয়স্ক মানুষ পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। পরে তৎকনাত সেনাবাহিনীর টিমের সহযোগিতায় একটি এনজিওর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”

এদিকে দুপুরে আরো ২ জন পদদলিত হয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।আহত যারা তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদ সাহেব এই বিষয়ে আহতদের বরাত দিয়ে বলেন, আহত ব্যাক্তিদের কেন আহত হয়েছে জানতে চাইলে বলছেন বেশি গরম ও মানুষের ভিড়ের কারনে,তার উপর রোজা, অনেক হুড়োহুড়িতে পরে গেছিলেন।
আহতদের জরুরি চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, ৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫ আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে করিম উল্লাহ (৬২)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email