চট্টগ্রামে জা’তী’য় ভো’ক্তা অ’ধি’কা’র সং’র’ক্ষ’ণ অ’ধি’দ’প্তরে’র অ’ভি’যা’ন –  তিন প্রতি’ষ্ঠা’নকে জ’রি’মা’না।

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
অভিযানে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রি করছিলো সেলিম পাঞ্জাবি মিউজিয়াম প্রতিষ্ঠান।এছাড়া, দেশি-বিদেশি কোনো ক্রয় ভাউচারও তারা দেখাতে পারেনি। এই অভিযোগে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই বাজারে অবস্থিত ‘পরীস্থান’ নামক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানেও একই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচারের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামক একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা আবর্জনা পাওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email