চকরিয়া পৌরসভা ৯নং ও’য়া’র্ড জা’মা’য়া’তের ই’ফতার মা’হফি’ল

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ইমারত শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মিউনিসিপ্যাল স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুন্দর সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এ সংগঠন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সবধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সোনার মানুষগুলোই কেবল মানবতার কল্যাণ সাধন করতে পারে। তিনি তিনদশক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জনে নিজেদের জীবনকে এর আলোকে পরিচালনা করার আহবান জানান।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবুল বাশার।

অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা তায়েফুল ইসলাম শাওয়াল।

এসময় সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা ইবরাহিম ছিদ্দিকী ফারুকসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email