টেনিস বলের মত বড়-বড় শিলাবৃষ্টি হয়েছে বৃহস্পতিবার (১৩ ই মার্চ) সন্ধ্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলায়
আজ বৃহস্পতিবার ১৩ ই মার্চ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১১ টার মধ্যে ৩ টি ভিন্ন-ভিন্ন ঝড় সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করে যে ঝড়গুলো থেকে ব্যাপক শিলাবৃষ্টি হয়। সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগন্জ উপজেলার উপরে প্রায় টেনিস বলের সমান বড় শিলাবৃষ্টি পড়ার সংবাদ পাওয়া গেছে।
সবচেয়ে বেশি শিলা বৃষ্টি হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। পাথরের মতো পড়া শিলা অনেকের টিনের ছিদ্র করে ফেলেছে। গত বছর ও সিলেট ভয়াবহ শিলা বৃষ্টি হয়েছিল।
এখনো বৃষ্টির সাথে শিলা পড়া চলমান রয়েছে।
এখানে উল্লেখ্য যে আজ থেকে ৫ দিন পূর্বে মার্চ মাসের ৮ তারিখে পূর্বাভাস দিয়ে জানিয়েছিলাম যে ১৩ ই মার্চ দুপুরের পর থেকে ১৫ ই মার্চ দুপুর এর মধ্যে সিলেট বিভাগে বড়-বড় শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা জানিয়ে। আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে আবারও উল্লেখ করেছিলাম নির্দিষ্ট ভাবে শিলাবৃষ্টির আশংকার কথা সুনামগন্জ ও সিলেট জেলার উপরে।
আগামীকাল শুক্রবারও ও শনিবারও শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোর।