চট্টগ্রাম রাঙ্গুনিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ১২ই মার্চ রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাবে অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল আয়োজন করেন। এই সময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুর করীম বলেন রমজানের শিক্ষা তাকওয়া ভিত্তিক সমাজ গঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না। দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য।
উক্ত ইফতার মাহফিলে রাঙ্গুনিয়া পৌরসভার সেক্রেটারি ইয়াকুব হোসেন তসলিম এর সঞ্চলানায় সভাপতিত্ব করেন পৌরসভা সভাপতি আ.জ.ম ওমর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ,নায়বে আমীর মাওলানা শওকত হোসেন উপজেলা সেক্রেটারি কামাল হোসেন, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম, রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সভাপতি রাশেদুল আলম ,পোমরা জামায়াতে ইসলামী সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন, মরিয়ম নগর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মোহাম্মদ হুসাইন,রাঙ্গুনিয়া ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি বক্তব্যকালে তারা বলেন-রমযান কোরআন নাযিলের মাস, নিজেকে তাকওয়াবান হিসাবে গঠন করার মাস, শুধুমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতেই একটি ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামই সকল জাতি, সম্প্রদায় ও ধর্মের অধিকার নিশ্চিত করে। ইসলাম ভিন্ন ধর্মের অনুসারীদের উপরে কোন প্রকার অবিচার করার কোন সুযোগ নেই।
একই দিনে দক্ষিন রাঙ্গুনিয়া জোন শিলক ইউনিয়ন মতবিনিময় সভা হয় ও চন্দ্রঘোনা ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।