চকরিয়া থানার নবাগত ওসি শফিকুল ইসলামের এর সাথে কর্মরত সাংবাদিকদের মত বিনিময়সভা বুধবার (১২ মার্চ) বিকালে চকরিয়া থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্বের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকদের সাথে। ওসি চকরিয়ার সাংবাদিকদের কাছ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা ও বিষয় সমুহ জানতে চান। সাংবাদিকরাও সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা চিহ্নিত করার চেষ্টা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ চকরিয়াকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এসময় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি মনির আহমদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 67