কর্ণফুলীতে ধ’র্ষ’কে’র শা’স্তি’র দা’বিতে বি’ক্ষো’ভ মি’ছি’ল ও মা’নবব’ন্ধ’ন

সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ১১ (মার্চ) সকাল ১১ টায় উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে কর্ণফুলী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কর্ণফুলী নারী শিশু রক্ষা কমিটির পৃথক ব্যানারে এবং ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় সাধারণ শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষও বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সানাউল্লাহ মির্জা, মুখপাত্র মাহবুবা ইরা,সংগঠক ইমরান হোসেন তারা,সিরাজুল ইসলাম, বর্ষা ,নূর মোহাম্মদ দৌলত,মোহাম্মদ হানিফ প্রমুখ। সঞ্চলনায় ছিলেন দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ জাবেদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ‘দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকদের ৩০ দিনের মধ্যে বিচার ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। তারা বলেন, আমরা আর ধর্ষণের বিচারহীনতা দেখতে চাই না।’

শিক্ষার্থীরা বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দ্রুত বিচারের আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। দীর্ঘসূত্রিতা কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা যেন আইনের ফাঁক গলে মুক্তি না পায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে।’

তারা আরও বলেন, ‘আমরা চাই, আগামী এক মাসের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। নয়তো সাধারণ মানুষ রাজপথে নেমে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email