ধ’র্ষ’কের শা’স্তি’র দা’বি’তে লংগদুতে মি’ছি’ল ও স’মা’বেশ

নারীর সর্বোচ্চ নিরাপত্তা, ধর্ষকের শাস্তি নিশ্চিত করণ ও ধর্ষণের প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মুল সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি চৌমুহনী বাজারের মোটরসাইকেল স্টেশনে এসে গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধরণ অংশ গ্রহণ করেন।
এসময় ধর্ষণকারীদের দ্রুত আইনের
আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিলে শামিল প্রতিবাদকারীরা।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু ধর্ষণের প্রবনতা বেশি দেখা যাচ্ছে এভাবে বিচারহীনতার চর্চা চলতে পারে না, কোন ধর্ষকের ঠাই স্বাধীন বাংলার মাটিতে হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিক ভাবে এসব ধর্ষকের বিচার না করে, তবে দেশে এমন ন্যাক্কার জনক ঘটনা দিন দিন আরো বৃদ্ধি পাবে। নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকবে পরিবার পরিজন ও সমাজ।

এমন পরিস্থিতি তৈরির আগেই যেখানেই েমন ন্যাক্কার জনক ঘটনা ঘটবে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে। সমাজে নারী ও শিশুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email