উখিয়া রো’হি’ঙ্গা কি’শো’রীর ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র

কক্সবাজারের উখিয়ায় ইয়াসমিন নামে এক রোহিঙ্গা কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে,ইয়াসমিন নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের জি-১৬ ব্লকের একটি শেড সংলগ্ন টয়লেট থেকে উদ্ধার করে পুলিশ।ঘটনাটি মায়ের সাথে অভিমান করে আত্নহত্যা করেছেন বলে অনেকেই ধারনা করলেও অনেকেই অন্য কারন ও থাকতে পারে বলে সন্দেহ করেন। এই কিশোরীর শরীরে কোন আঘাতের চিহ্ন ও পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। নিহত ইয়াসমিন একই ব্লকের মোহাম্মদ সলিমের মেয়ে৷

নিহতের বাবা সলিম বলেন, “সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে ইয়াসমিন। এ নিয়ে রাগে ক্ষোভে টয়লেটে গিয়ে গলায় ফাঁস দেয় সে।”

পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email