লিটারে ১২০ মিলিলিটার সয়াবিন তেল কম, বি’ক্রে’তাকে জ*রিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে একটি মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ১২০ মিলিলিটার কম পাওয়া যায়। সংশ্লিষ্ট দোকান থেকে ৩৬ লিটার তেল জব্দ করে দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় বাজারে অভিযান চালিয়ে আরও দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ১২০ মিলিলিটার কম থাকায় দুই দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয় এবং ২৭ লিটার তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল পরবর্তীতে সুলভ মূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান কর্মকর্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email