টিসিবি কার্ড বিতরণে অ’নি’য়মের অ’ভি’যোগে বি’ক্ষো’ভ, বন্ধ পণ্য বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সরাসরি পৌর ভবনের সামনে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি শুরুর সময় সুবিধাভোগীদের একাংশ বিক্ষোভ শুরু করলে পণ্য বিতরণ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ঘটনার দিন সকালে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ৩,৬৭১ টিসিবি সুবিধাভোগীর মধ্যে নতুন ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১,৪৫০ জন। নতুন কার্ডধারীদের কাছে পণ্য বিতরণ শুরু করতেই বাকি ২,২২১ পরিবার কার্ড বঞ্চিতদের একাংশ পৌর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, সচ্ছল ব্যক্তি ও প্রভাবশালীদের আত্মীয়-স্বজনদের মধ্যে কার্ড বণ্টন করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল।

রিক্সাচালক করিম বলেন, “আগে নিয়মিত টিসিবি পণ্য পেতাম। এবার চারদিন ধরে চেষ্টা করেও কার্ড পাইনি। যারা সাবলম্বী, তারাই শুধু পেয়েছে।” পৌরসভার একাধিক বাসিন্দার অভিযোগ, একই পরিবারের দু-তিন সদস্য কার্ড পেলেও গরিবরা বাদ পড়েছেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন বলেন, “পৌরসভায় আওয়ামী লীগের প্রেতাত্মা কাজ করছে। কর্মকর্তাদের আত্মীয়রাই সুবিধা পেয়েছে।”

বিক্ষোভকারীরা প্রায় দুই ঘণ্টা পৌর প্রশাসক জিল্লুর রহমান ও কর্মচারীদের ভবনেই অবরুদ্ধ রাখে। পরে পণ্য বিতরণ স্থগিতের ঘোষণা দিলে তারা সরে যায়। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

পৌর প্রশাসক জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানাবো।”

স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির এ কার্ড বিতরণে স্বচ্ছ্তা ও জরুরি তালিকা প্রণয়নে ঘাপলা থাকার অভিযোগ দীর্ঘদিনের। গরিবদের নামে কার্ড পেয়ে ধনীরা পণ্য কিনলে দরিদ্ররা প্রতিবাদে সরব হয়েছেন বারবার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষোভে ফেঁটে পড়া বিক্ষোভকারীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email