লালমনিরহাটে আ’ন্তর্জা’তিক না’রী দিবসে সম’তা ও ক্ষ’মতায়নের প্রত্য’য়

লালমনিরহাটে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

সভায় জেলা প্রশাসক নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “সমমজুরি, কর্মঘণ্টা কমানো, ভোটাধিকারসহ নারীর অধিকার আদায়ের সংগ্রাম থেকেই এই দিবসের সূচনা। নারীমুক্তি ও সমতার সংগ্রাম সর্বজনীন।” তিনি নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও অবিচার রোধে সমাজের সকল স্তরে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। এ বছরও দিবসটি বিশ্বজুড়ে নারী-পুরুষের সমঅধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেন।

প্রধান আলোচক হিসেবে জাতীয় কন্যা ও শিশু অ্যাডভোকেসি ফোরামের রংপুর জেলা অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম রেঞ্জু নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও শিক্ষার প্রসারকে ক্ষমতায়নের মূল চাবিকাঠি উল্লেখ করেন। বিশেষ অতিথিদের মধ্যে স্থানীয় সরকারের উপপরিচালক রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক জি.আর. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ফজলুল হক প্রমুখ নারী উন্নয়নে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আঞ্জুমান আরা শাপলা, শিক্ষক সরমিন হক বীথী ও ছাত্র আন্দোলনের কর্মীরা নারী নিরাপত্তা, শিক্ষা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির দাবি জানান। সভায় বিভিন্ন পেশা ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ নারী-পুরুষের উপস্থিতিতে নারী অগ্রযাত্রার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

আয়োজকরা জানান, নারীর সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করেই টেকসই উন্নয়ন সম্ভব—এই বিশ্বাস থেকেই এবারের অনুষ্ঠানটি পরিচালিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email