বাউফলে ৪টি ই’টভা’টা গু’ড়িয়ে দিয়েছে ভ্রা’ম্যমা’ন আ’দা’লত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ,এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।

এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জড়িমানা করা হয়। এ জড়িমানার টাকা পরিশোধের  জন্য তাকে বিকাল ৪ট পর্যন্ত সময় বেঁধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জড়িমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার  কামরুল হাসান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিকফিল্টের অনুমোদিত কোন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email