ব’ন্য হা’তির আ’ক্র’ম’নে এক গৃ’হব’ধুর মৃ’ত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্র বার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজ পুরের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাত আরা (৪০), তিনি ওই এলাকার ফজল করিমের স্ত্রী। নিহত গৃহবধূ চার মেয়ে ও দুই ছেলের মা। রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাক পাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বলেন, সুরাজপুর-মানিকপুর এলাকাটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তামাকের চাষ হয়েছে। সপ্তাহ খানেক ধরে তামাক পাতা ক্ষেত থেকে তুলে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাক চাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাক চুল্লি রয়েছে। গত শুক্রবার রাতে এই চুল্লিতে তামাক পাতা শোকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় ।

স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাস স্থল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতি গুলো বারবার বসত ঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email