প্র’বা’সী মা’নব ক’ল্যা’ণ ফা’উ’ন্ডে’শন কতৃক ইফতার মা’হফি’ল ও ই’ফতার সাম’গ্রী বিতরন সম্পন্ন

চট্টগ্রাম’র বাঁশখালী উপজেলাধীন ৭নং সরল ইউনিয়নে সরল ইউনিয়ন প্রাভাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কতৃক ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ইইতার সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) মিনজিরিতলা গ্রামে প্রাভাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা জোবাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথ হিসাবে উপস্তিত ছিলেন এডভোকেট নুরুল আবছার সাবেক সভাপতি বাঁশখালী আইনজীবী সমিতি।

প্রধান মেহমান হিসাবে উপস্তিত ছিলেন,এডভোকেট লায়ন শওকত ওসমান,অতিরিক্ত পিপি জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম, প্রধান আলোচক মাওলানা আহমদ কবির,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ আমির হোছাইন,সদস্য সচিব সরল ইউনিয়ন বিএনপি, বিঃ অতিথি আহমদ ছগির তালুকদার যুগ্ম আহবায়ক দক্ষিণ জেলা যুবদল,মাওলানা মোঃ আবদুল্লাহ সুপার মিনজিরিতলা হাকিমিয়া দাখিল মাদ্রসা,মোঃ জাহেদুল ইসলাম প্রভাষক সরকারি আলাওল ডিগ্রি কলেজ,মোঃ ওসমান গণি, মোঃ মোক্তার সভাপতি হারুন বাজার ব্যবসায়ী কমিটি পশ্চিমাংশ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচ এম আবদুল গণী।

উক্ত মহতি সংঘটন প্রাভাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাস্টার আবদু ছবুর, সাধারন সম্পাদক মোঃ ওসমান গণী।

উক্ত অনুষ্ঠানে স্হানীয় মান্যগণ্য ব্যক্তি অসংখ্য মানুষ উপস্হিত ছিলেন।এই সময় বক্তারা উক্ত সংঘটনের যেকোনো কাজে সহযোগীতার আশ্বাস প্রধান করেন এবং আগামীতে আরও বেশি অসহায় মানুষেকে সহযোগীতা করার অনুরোধ করেন এবং নিজেদের সামার্থ অনুযায়ী সংঘটনকে সহযোগীতার আশ্বাস দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email