খাগড়াছড়িতে বা’লুর চা’পা’য় পড়ে শি’শুর মৃ’ত্যু

খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় বালুর চাপায় পড়ে ১২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহত থৈঅং প্রু মার্মার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

জানা যায়, জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাড়িতে রেখে বেলা সাড়ে ১১ টার দিকে বাইরে যান মালিকের স্ত্রী মাসিনু মার্মা। ঘন্টা খানেক পর ফিরে এসে গেইট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীর সহযোগীতায় দেয়াল পার হয়ে গেইট খোলা হয়। এ সময় বাড়ির উঠানে বালুর স্তুপে পড়ে ছিল শিশুর নিথর দেহ। দুপুরে এ ঘটনা ঘটলেও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মার্মার ছেলে। এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার এ বাড়িতে গৃহ পরিচায়ক হিসেবে থাকতে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email