কাশিয়ানীতে শেষ হলো শ্রী শ্রী তা’র’কব্র’হ্ম ম’হা নাম সং’কী’র্তন

কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে ২ মার্চ রবিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন চলবে ৬ মার্চ বৃহস্পতিবার অরুণোদয় পর্যন্ত।

অঞ্চলভেদে অনুষ্ঠিত হওয়া সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক এ ধর্মীয় অনুষ্ঠানটি সামাজিক ও ধর্মীয় বন্ধনে আবদ্ধ করে আত্নীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ আশপাশের অগনিত মানুষের হৃদয়।

নাম সুধা পরিবেনায়:শ্রী অদ্বৈত সমপ্রদায় (মনাশিষ বালা) খুলনা, শান্ত নিকেতন সমপ্রদায় (কানাই লাল হালদার) মানিকগঞ্জ, গোপাল সেবা সংঘ (গৌতম মন্ডল) খুলনা, বাবা লোকনাথ সমপ্রদায় (কুমারেশ বিশ্বাস) সাতক্ষীরা, রাধা বিনোদ সমপ্রদায় (বুলবুলি) কুষ্টিয়া, চন্দ্রাবলী সমপ্রদায় (কৃষ্ণা মন্ডল) বরিশাল।

তিন দিন ব্যাপী অনুষ্ঠিত নাম সংকীর্তন অনুষ্ঠানে বিরতিহীনভাবে প্রসাদ বিতরণ চলমান থাকে। সম্মিলিত আর্থিক অনুদান ও স্বেচ্ছাশ্রমে আয়োজিত ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করতে এক অনবদ্য ভূমিকা রাখে বাৎসরিক এ নাম সংকীর্তন।

বর্তমান নাম যজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিধান কুমার সাহা ও সভাপতি হিসেবে রয়েছেন বাবু বিজয় কৃষ্ণ কুন্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email