নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ার ও দুই হলের নাম পরিবর্তন

শুক্রবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়।

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

ছাত্রদের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল ও ছাত্রীদের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

এ বিষয়ে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাতুল বলেন, হল দুটির নাম পরিবর্তন আমাদের প্রাণের দাবি ছিল। ফ্যাসিস্ট হাসিনা সারা দেশের প্রতিটি কোনায় শেখ পরিবারের ছাপ রেখে গেছে। এমন পরিবারতন্ত্রের চর্চা যেনো ভবিষ্যতে আর কোনও প্রতিষ্ঠানেই না হয়। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ধ্বংসাবশেষকে জুলাই-২৪ স্কয়ার করায় প্রশাসনকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের সবাই জুলাই-২৪ কে মনে রাখবে।

উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পরই নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় আন্দোলনকারীরা। পরে হল দুটির নাম কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ‘বিদ্রোহী’ কবিতা ও ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের নামে পরিবর্তন করার দাবি জানায় শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email