রূপগঞ্জে ৭৫ জন মেধা’বী পেল ছা’ত্রশি’বি’রের সি’ঙ্গেল ডিজিট সং’বর্ধ’না

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি)সকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের  সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন     কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ডা. মোহাম্মদ ইকবাল হোসাঈন ভূঁইয়া,জেলা শিক্ষা সম্পাদক মিরাজ মাহমুদ,জেলা সাহিত্য সম্পাদক ওমর ফারুখ,রূপগঞ্জ দক্ষিন থানা সভাপতি আবরারুল হক,রূপগঞ্জ পশ্চিম থানা সভাপতি সাইফুল ইসলাম,সোনারগাঁও পশ্চিম থানা সভাপতি আব্দুল আজিজ,আড়াইহাজার উত্তর থানা সভাপতি হাফেজ বেলাল হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,শুধু মেধাবী নয়, সৎ মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যে সংবর্ধনার আয়োজন করল যে সত্যের বাণী পৌঁছে দিতে এ আয়োজন  এখান থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে ১০ম শ্রেণির রোল ০১ থেকে ০৯ পর্যন্ত ৭৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email