নীলফামারীতে ছা’ই-গোবরের স্তু’পের আ’গু’নে ভ’স্মী’ভূ’ত ছয়টি পরিবারের ব’সতবা’ড়ি 

নীলফামারী সদরের কচুকাটা ও রামনগর ইউনিয়নের মধ্যবর্তী মাগুরা পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৬টি পরিবারের বসতবাড়ি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি ছাই-গোবরের স্তুপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয়ে ৬টি পরিবারের প্রায় ২০টি ঘর ও আসবাবপত্র। এসময় একজনের মেয়েকে বিয়ে দেয়ার জন্য জমানো চার লাখ টাকা পুড়ে ছাই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ধান মাড়াইয়ের মেশিন দিয়ে ধান মাড়াই করতে দেখা গেছে। কিন্তু মাড়াই খর জমানো হচ্ছিল ছা-গোবরের স্তুপে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে সফিয়ার রহমান, সহিদুল্ল্যাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন, আব্দুল মান্নান বসত-বাড়ি। বাড়িতে থাকা ধান-চাল কিছুই উদ্ধার করতে পারেনি পরিবারগুলো। এই ছয় পরিবারের প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। তবে রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে বেঁচে যায় আসেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি জানান, ধান মাড়াইয়ের মেশিন থেকেই হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email