বোয়ালখালীতে সৈকত এ’ক্সপ্রে’স ট্রে’নের ছাদ থেকে প’ড়ে একজনের মৃ’ত্যু!

বোয়ালখালী গোমদন্ডী রেল লাইন মাছ বাজার এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে কক্সবাজার জেলার হৃদয় (২৫) নামের এক যুবকের মর্মাতিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৭টার দিকে গোমদন্ডী মাছ বাজার এলাকায় সৈকত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মো. হৃদয় কক্সবাজার জেলার মো. ইলিয়াছের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী গোমদন্ডী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজম উদ্দিন বলেন, সকালে সোয়া ৭টার কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েক যুবক যাচ্ছিল। ট্রেনটি গোমদন্ডী বুড়ি পুকুর পাড় মাছ বাজার অতিক্রম করার সময় উপরে থাকা তারের সাথে জড়িয়ে ছাদ থেকে ছিটকে পড়ে যায় এ যুবক। ঐ সময় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। তার অবস্থা আশংকাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন

এদিকে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত যুবকটিকে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email