মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক সরাফতের প্রাণ পুরুষ শাহ্সুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (কঃ)’র ৮৯ তম ওরশ শরীফ আগামী ৫ এপ্রিল (মহান ২২ চৈত্র) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভা কক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে দুর-দুরান্ত থেকে আগত ভক্ত আশেকানদের সার্বিক নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংসহ সব ধরণের প্রস্তুতি নেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, আ ফ ম জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শিল্পপতি এম এয়াকুব আলী, ব্যারিষ্টার শাহিন চৌধুরী প্রমুখ।
সংবাদটির পাঠক সংখ্যা : 78