কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি জানান কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।
আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংখালী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।
আ.ম.ফারুক বলেন, টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যমতে মঙ্গলবার বিকেলে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার নাইক্ষ্যংখালী দক্ষিণপাড়া এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৪ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের ২-৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আটক মাদক কারবারিদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।