কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি রাশেদ, সম্পাদক খোকন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, কোম্পানীগঞ্জ মডেল স্কুলের সিনিয়র শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন রাশেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শহিদ উল্যাহ খোকন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ শাহ আলম।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাম্মৎ গোলশান আক্তার, গোপাল চন্দ্র মজুমদার, মোঃ ফয়জুর রহমান, মোঃ আবুল বাশার, মোহাম্মদ আল হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বসুরহাট বাজারের স্কাউট মার্কেটের ৫ম তলায় সমিতি কার্যালয়ে নির্বাচন শেষে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৯৬ ভোটারের মধ্যে ৩০৪জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email