শ্বশুরবাড়িতে লু’কিয়েও র’ক্ষা পেলেন না তৌহিদ

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। আটক তৌফিকুল ইসলাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email